মনের কথা
মোঃ নাজমুল হাসান
সেই দুটি লতাপাতা চোখ
বাহ্ কি সুন্দর হাসি
মুক্ত ঝরানো এক পাখি
দেখতে লাগচ্ছে তোমায় সুন্দর
গোলাপের ফুলের মালা তুমি
আমায় বন্ধু ভেবে দিবে কি
গলায় মালা পড়িয়ে।
তোমার রুপে মুগ্ধ আমি
তুমি কি স্বর্গের পরি,
স্হায়ী হাওয়া বিষাদী মুখ
তবুও স্বন্পেরা পাখা মেলে
হৃদয়ে দুরন্ত অসুখে!
মনের কথা না বললে
ভালোবাসা হয় কেমনে?
চোখের ভাষা বুজে নিতে হয়
তোমার আমার হৃদয় মিলন হয়েছে।

0 Comments