ভানুবৃত্তান্ত

 ভানুবৃত্তান্ত

।।সুমন বিশ্বাস।।



শিক্ষা, ভাষা, কৃষির জন্য

নিজ্ গরজে হন প্রসন্ন; রাখেন অবদান,

লোকের যতো অনুভূতি

লিখে, এঁকে ছড়ান দ্যুতি, দেন ভরিয়ে প্রাণ।


সংস্কৃতি, ধর্মাচারে

নারী, সমাজ সংস্কারে, খোলেন বদ্ধ দ্বার,

বাউলগানের পৃষ্ঠপোষক

স্বাধীনতায় দিশার আলোক; বিলান বারংবার।


মহাকাব্য লিখতো যদি

পূর্ণ হতো কাব্যনদী; থাকতো সকল ঢেউ,

গল্প, নাটক, উপন্যাসে

গান, কবিতা, ছড়ার চাষে, তাঁর মতো নাই কেউ।


বাংলা ভাষায় তিনিই রবি

লিখে হলেন বিশ্বকবি; বসুন্ধরার পরে,

কবিগুরু রবীন্দ্রনাথ

ভানুর মতো আনেন প্রভাত, এই বাঙালির তরে।

Post a Comment

0 Comments