পরার্থপরতা

 পরার্থপরতা 

তানবীর আহমেদ 


আপনি বা আপনারা যদি মনে করে থাকেন, আপনি আজ কারোর সামগ্রিক কল্যাণে অনেক কিছু করেছেন, তাহলে আপনি বা আপনারা পরার্থপরতায় জড়িত। স্বার্থপর লোক, পরার্থপর লোকের থেকেও ভালো। কেননা তারা নিজেদেরটাই সবসময় ভালো বুঝে। আর পরার্থপর লোকেরা অন্যের জন্য কাজ করে শুধুমাত্র নিজের স্বার্থ হাসিলের জন্য। বিশিষ্ট অর্থনীতিবীদ আকবর আলি খান এইসমস্ত লোকেদের খুবই ভয়ানক বলে দাবী করেছেন এবং প্রকৃত অর্থেই তারা ভয়ানক। সবচেয়ে বড় ব্যাপার হলো তারা নিজেরা ব্যাক্তিগত ভাবে অহংকারী,দাম্ভিকতায় পরিপূর্ণ অসৎ চরিত্রের একজন  প্রাণী। প্রাণী বললাম এর একটি কারণ হলো, আমরা ছোটবেলায় পড়েছিলাম,"প্রাণ থাকলেই প্রাণী হয়,মন না থাকলে মানুষ হওয়া যায় না"। আর যার ভিতর মন নেই সেই পরার্থপরতায় জর্জড়িত হয়। এদিক দিয়ে স্বার্থপর লোকদের এই ধরনের চিন্তাভাবনা নেই বললেই চলে। কারণ তাদের নিজের যা আছে তা তারা নিজের শ্রমেই উপার্জন করে এবং নিজের প্রয়োজনের তাগিদেই ব্যাবহার করে।পরার্থপররা কিন্তু সেরকম নয়। এদের অবস্থা অনেকটা পরমানুর ইলেক্রটন ত্যাগ করে ধনাত্মক আধানে পৌছানোর মত। যদিও আমাদের সমাজ ব্যাবস্থায় আমরা পরার্থপর ব্যাক্তিদের সম্মান ও শ্রদ্ধার চোখে দেখি কিন্তু প্রকৃত অর্থে তারা রাজা হর্ষবর্ধনের বংশধর।




অর্থনীতিবীদরা মনে করেন এই পরার্থপরতা একটি মরনব্যাধি রোগ। যার কোন চিকিৎসা নেই। এবং সঠিক অর্থে তাই। আমাদের পরিবারেও এমন পরার্থপর চাচা, চাচী, নানা, নানী,মামা, মামী, খালা, ভাই ব্লা ব্লা ব্লা  অনেকেই আছেন। আপনি তখনি বুঝবেন যে সে একজন পরার্থপর যখন সে আপনার জন্য কি কি করেছে তার ইতিহাস-পাঁতিহাস আপনার সামনে তুলে ধরবে। কেননা যে দায়িত্ব পালন করে সে কোনোদিন আপনাকে ইতিহাস দেখাবেনা,কখনোই না।বরং ভবিষ্যতমুখী কর্ম সম্পাদনে অগ্রগামী থাকবে।

বরই চমৎকার আমাদের সমাজের পরার্থপর প্রাণীগুলো!

Post a Comment

0 Comments