ক্রমশ শূন্যের দিকে হাঁটছি!
সুস্মিতা হালদার
এই যে পৃথিবী ক্রমশ শব্দ শূন্য হয়ে যাচ্ছে,
আমার ভীষণ ভয় লাগে।
ভেতরে ভেতরে এত চিৎকার তবু কেউ শুনছে না।
এই অনিহাকে ভয় লাগে।
আমার রাস্তায় একা হাঁটতে ভয় লাগে।
কি জানি, কখন এক নিঃসঙ্গ চিল এসে ছোঁ মেরে নিয়ে যায়!
আমার মধ্য রাতে ভয় লাগে।
মনেহয় কৃষ্ণগহব্বরের সমস্ত অন্ধকার আমাকে গিলে খাবে।
আমার চিৎকার করে কাঁদতে ভয় লাগে।
কেউ যদি বলে ফেলে!
আহা, কত ঢং!!
আমার মানুষের কাছে যেতে ভয় লাগে।
কখন কে এসে আবার ভেঙেচুরে দিয়ে যায় !
আমার আমাকে ভয় লাগে।
হাসতে হাসতে কখন চোখ থেকে সত্য ঝরে পড়ে!
.jpg)
0 Comments