এই তুমি সেই তুমি নও
- কাকলি চক্রবর্তী
ফিরে এসেছিলে-
বহু অপেক্ষার পর।
তবুও কেন যেন মনে হয়,
এই তুমি সেই তুমি নও।
এই অশ্রু, আবেগ, প্রেম,
সংঘাতের আবরণ,
কেমন যেন বড়ো মেকি,
বড়ো অসার বোধ হয়।
ফিরে এসে ছিলে-
বহু প্রতীক্ষার পর,
তবুও কেন মনে হয়,
এই তুমি সেই তুমি নও।
তোমার দৃষ্টি, তোমার ক্রোধ, তোমার মন,
বড্ড বেশি অজানা অচেনা,
সেই তুমি যেন
এই তুমি নও।
ফিরে এসেছিলে-
বহু যন্ত্রণার পর,
তবুও কেন যেন মনে হয়,
যে তুমি গিয়েছিলে চলে,
তার মত মহার্ঘ্য তুমি নও।
তার মত বন্ধু তুমি নও,
নও প্রেমিক।
ফিরে এসেছে যে
সে যে আমার নয়।
সে যে আমার নয়।।

0 Comments