সোনা শ্রমিকের সঙ্গীত

 সোনা শ্রমিকের সঙ্গীত

।।সুমন বিশ্বাস।  



মুখে পান দিয়ে ধান কাটা, বাঁধা, বওয়া-

ঝাড়া, বাছা, উড়ানোতে—গলা ভেজা রওয়া।

প্যান্ট, ফুলহাতা জামা, মানে যুত হওয়া,

গামছা, মাথাল, টুপি—নিয়ে রোদ সওয়া।


পাকা ধান নয় পান, কেটেকুটে সারো,

দেরিতে বিপদ বেশি; ক্ষতি হবে আরও।

বিচুলি করতে কাটো, গোছে দশ-বারো-

প্রতি দলা ফাঁকা সদা—কেউ নয় কারও।


শুকানোর পরে সব, বেঁধে নিতে হবে,

যেথা হোক সেথা—পালা, জালি দেয়া রবে।

তাতে বর্ষার পানি, চালে একা সবে,

ঝড়ের বাতাসে টেকা, মুশকিল তবে।


জলে ভেসে, ডুবে গেলে, নিভে যাবে আলো,

ধান, খড় ভারী আর—সোনা হবে কালো।

সেই শোক, দুখে মন, হাসবে না গালও,

উদ্ধারে লোক, টাকা—বেড়ে কাটে তালও।

Post a Comment

0 Comments