বান

মোঃ নাজমুল হাসান 



বান এলো দেশে 

ডুবিয়ে দিলো ঘরবাড়ি 

ভেসে গেলো খাদ্যশষ্য

মানুষ আর গবাদিপশু,

অসহায় মানুষের দুঃখ বাড়লো

রাজ কোষাগার খুললো

পচা আলু  মিষ্টি কুমড়া

জগা খিচুড়ি রান্না চড়লো!

কাকা চেচিয়ে উঠলো কা কা করে

কাকের পিছনে দৌড়ায় অভুক্ত মানুষ গুলো

হুরাহুরি লেগে গেলো খাবার জন্য

খিচুড়ি ডেক নিলো ছো মেরে শকুনে

হায় হায় করে উঠলো অভুক্ত মানুষে;

ভুড়ি ভোজন করে,

হায়না আর শকুনে  মিলে মিশে

তাকিয়ে দেখে অসহায় পঙ্গপালে 

গরিবের অন্য চুরি করে খায় 

সিংহের চামচিকার দলে।