টক্সিক আচরণ

 টক্সিক আচরণ 

সাহারা প্রমি



ফ্রেন্ড লিস্টে এমন কিছু মানুষ আছে যারা এতো বেশি নেগেটিভ ভাইব দেয়, আর এতো বেশি টক্সিক যে তাদের টক্সিসিটি ভরপুর পোস্ট দেখলে আপনার সুন্দর 

পজিটিভ ভাইবের মুড মুহুর্তে বিগড়ে যাবে।

এদের পোস্টগুলো এমন হয় যে কেউ তাদের অনুপ্রেরণা জোগানোর চেষ্টা করলে, তাদের কে দুটো ভালো কথা বললে,প্রশংসা করলে তাদের রাগ হয়।এবং, এসব ভালো কথা বলা অনুপ্রেরণা দেয়া মানুষদের তারা ইচ্ছে করেই হার্ট করে।অত্যন্ত অসভ্য আচরণ করে।

তার পরপরই তাদের এই টক্সিক আচরণ গুলো কে গ্লোরিফাই করে পোস্ট দেয়।ভাবটা এমন সারা দুনিয়ার সবাই তাকে অনুপ্রেরণা দিলেও প্রশংসা করলেও সে মুহুর্তে এসব কিছু পাঁ দিয়ে পিষে দিতে পারে।আর, এধরণের অসভ্য বর্বর আচরণ করাকে তারা খুব মহিমান্বিত করে।যেন এটা ভীষণ গর্বের বিষয়।


 পৃথিবীতে এমন অসংখ্য মানুষ আছে যাদের শুধু প্রয়োজন কিছু ভালো কথার, একটু অনুপ্রেরণা, একটু প্রশংসা। এসব কথার জন্যই তারা ভীষণভাবে উন্মুখ হয়ে থাকে।অনেকে এসব কথার অভাবেই ভয়াবহ ডিপ্রেশনে ভোগে, আত্নবিশ্বাস ভেঙে চুরমার হয়ে যায় তাদের।

না, আমি কারো মেন্টাল হেলথের সাথে অন্যের মেন্টাল হেলথের তুলনা করছি না।কিন্তু, যারা ক্রমাগত এভাবে 

পজিটিভ ভাইব দেয়া, অনুপ্রেরণা দেয়া মানুষদের অপমান করে, আঘাত করতে পছন্দ করে একটা সময় 

ওই মানুষগুলো আর কাউকেই দুটো ভালো কথাও বলতে সাহস করবে না। অনুপ্রেরণা দেয়া কিংবা প্রশংসাও করবে না অথচ এসব কথা কতো প্রয়োজন অনেকের জীবনে, বেঁচে থাকায়...!


পজিটিভ ভাইব দেয়া মানুষদের ক্রমাগত অপমান করে,দূরে সরিয়ে দিয়ে ওইসব টক্সিক মানুষরাই আবার প্রায় সারাক্ষণ ভিকটিম রোল প্লে করে। অ্যাটেনশান সিকের চেষ্টা ছাড়া আর কিছু বলা যায় না এদের আচরণকে আসলে।এদের মতো মানুষদের আজীবনের মতো একা হয়ে যাওয়াই প্রাপ্য। ভালোবাসা, শান্তির শীতল পরশ এদের জন্য না, যারা যোগ্য তাদের প্রতিই হাত বাড়িয়ে দেয়া উচিত। কোনো কিছুই অপাত্রে দান করার কোনো মানে হয় না।

Post a Comment

0 Comments