আত্মকথন

 আত্মকথন 

- সুষ্মিতা হালদার 



প্রচন্ড গরমের একটি রাত।

প্যান্টের পকেটে হাত ঢুকিয়ে বাইরে হাঁটতে বের হলাম। মনে হচ্ছে না মৌলিক কোন দুঃখ আছে! 

তবুও কোথাও যেন একটা দুঃখ আছে। 

দুঃখটা এমন যে , যার নির্দিষ্ট কোন কারণ নেই। 

আমার কষ্ট পাওয়ার শক্তি কমে গেছে। 

তার মানে এই না যে, আনন্দ পাওয়ার শক্তি বেড়ে গেছে!

সমুদ্রে ভাসতে থাকা মানুষের লাশের মতো। স্রোত বাড়ুক বা কমুক, কিছুই যায় আসে না।


মানুষ আসে যায়, আমরা পড়ে থাকি নির্জীব হয়ে।

Post a Comment

1 Comments

Emoji
(y)
:)
:(
hihi
:-)
:D
=D
:-d
;(
;-(
@-)
:P
:o
:>)
(o)
:p
(p)
:-s
(m)
8-)
:-t
:-b
b-(
:-#
=p~
x-)
(k)