গরীব

গরীব

ইমরান আহমদ



গরীব বলে কি আমার কোনো স্বপ্ন নেই?
গরীব বলে কি আমি ভালোবাসতে পারি না?
পেটের ক্ষুধা মেটাতে গিয়ে,
মনের ক্ষুধা তবু রয়ে যায়—
শুধু চেপে রাখি, বলি না।

আমার মাটি-ভেজা হাত,
শিরা ফোলা পা—
সবার চোখে খাটুনির গল্প,
কিন্তু দেখো না,
এই হাতেই আমি শিশুকে বাঁচাই,
মাটি চাষে প্রাণ খুঁজে পাই।

আমার ভাঙা কুটিরের ছাদ,
রোদে ঝলসায়, বৃষ্টিতে ভিজে।
তবু ওই আকাশটাও তো আমার,
তারাও আমাকে দেখে।
গরীব আমি, তবু আশায় বাঁচি,
ঘাম ঝরিয়ে নতুন দিন আনি।

পয়সায় মাপো না আমাকে,
আমার প্রাণ তো নদীর মতো—
স্রোত বইবে, বাধা পেরিয়ে।
গরীব হলেও আমি মানুষ,
আমার গল্পও রঙিন।

Post a Comment

0 Comments