স্পর্শহীন ভালোবাসা
তানবীর আহমেদ
কে করলো মনটা চুরি?
জানতে আমি নাহি পারি?
দেখতে সে কি মিষ্টি ভারি?
মন যে করছে আহাজারি!
ফোন আলাপেই আহামরি!
চলছে প্রেমের ছড়াছড়ি।
দেখতে তারে নাইবা পেলাম,
গল্প শুনেই খুশি হলাম,
তার জন্য ছন্দ দিলাম,
ছন্দে ছন্দে কাব্য দিলাম,
বকুল ফুলের মালাও দিলাম,
সমাজলোকের নিন্দে নিলাম,
চরিত্রহীন সনদ পেলাম,
তারপর তাকে দেখতে পেলাম।
ফোনের মাঝে ভিডিও কলে,
দেখতে পেলাম রোজ সকালে।
চড়ুই পাখি গাছের ডালে,
কিচিরমিচির পাখনা মেলে।
তাহার সাথে কথা হলে,
মন যে আমার হাওয়ায় দোলে,
সবুজ মাঠে আকাশ নীলে,
সব কিছুতেই জড়িয়ে ছিলে।
এক দেখাতেই মুগ্ধ আমি,
সবার মতন নওযে তুমি।
আমার মনের সকল জমি,
তোমার নামে লিখবো আমি।
তোমায় অনেক ভালোবাসি,
হয়তো হচ্ছে একটু বেশি!
তাইকি আমায় করবে দোষি?
তোমার জন্য করবো ফাঁসি,
মুখভর্তি থাকবে হাসি!
শুনবে নাকি বাঁশের বাঁশি?
চাঁদের আলোয় কাঁটবে নিশি!
দেখবো তোমার মিষ্টি হাসি,
বলবে আমায় ভালোবাসি।
তোমার জন্য বড্ড মায়া,
নাই বা পেলাম তোমার ছোঁয়া!
আকাশ মাঝে উড়িয়ে ধোঁয়া,
সবকিছু কি যায়রে পাওয়া?
আমার জন্য তোমার দেওয়া,
মুক্ত আকাশ খোলা হাওয়া,
এটাই অনেক বড় পাওয়া,
তোমার আমার একটি চাওয়া,
হারিয়ে যাওয়া, হারিয়ে যাওয়া।
0 Comments