উপলক্ষণা

অন্বেষা



কেউ বা চাইবে ঠকাতে 

কেউ বা ভালোবাসতে 

বুঝে নিতে হবে সবটাই নিজেকে 

এগিয়ে যাবার বন্ধুর পথটাকে করতে হবে মসৃণ তোমাকেই 

এভাবে পথ চলতে চলতে 

যদি রাস্তায় নামে ধস 

ফিরে এসো তখনই 

একাকী বাঁচার স্বপ্ন নিয়ে

যেখানে কেউ পারবে না

তোমার স্বপ্নের সাথে ছিনিমিনি খেলতে 

বাঁচবে তুমি একাকী তোমার

স্বপ্নের আকাশে ।