বিপ্লবী নারী
ইমরান আহমদ
তুমি দহন, তুমি আগুনের শিখা,
তুমি রাতের বুকে ভোরের দেখা।
তোমার কণ্ঠে জাগে প্রতিবাদের গান,
তোমার চরণে থামে অত্যাচারের ত্রাস।
তুমি পাষাণের মাঝে স্বপ্নের প্রদীপ,
অন্ধকার ভেদ করে আনো নবরূপ।
তোমার হাত ধরে যুগ পাল্টে যায়,
তোমার সাহসে বিশ্ব নত হয়।
যুদ্ধের ময়দানে তুমি তেজস্বিনী,
ঘরের কোণে তুমি স্নেহময়ী রমণী।
তুমি মায়ের মমতা, তুমি প্রেমিকার স্পর্শ,
তুমি সংগ্রামের গল্প, তুমি ইতিহাসের অংশ।
তোমার গর্জনে কাঁপে প্রাসাদের মাটি,
তোমার চোখে আঁকা স্বাধীনতার জ্যোতি।
তুমি নারী, তুমি শক্তি, তুমি অনন্ত প্রেরণা,
তুমি পৃথিবীর বুকে চিরন্তন কাব্যগাথা।
তাই তো তোমার নামে উড়ে বিজয়ের নিশান,
তুমি বিপ্লবের আলো, তুমি নতুন দিনের গান।
0 Comments