সুখের মূল্য
ইমরান আহমদ
সুখের মূল্য কতটুকু? সূখের কি কোন নির্দিষ্ট মূল্য আছে? না সুখের আসলেই কোন মূল্য নেই৷ সুখের মূল্য সবসময় পরিবর্তনশীল৷ আজকে আপনার সুখের মূল্য যত আজ থেকে ৫ বছর বা ১০ বছর পর আপনার সুখের মূল্য কিন্তু তা থাকবে না৷ সুখের আসলেই কোন মূল্য নেই৷ মানুষের ইচ্ছা আকাঙ্খা ও চাহিদার উপর সুখের মূল্য পরিবর্তন হয়ে থাকে৷ আজ আপনার সুখের মূল্য যদি ১০০ টাকা হয় ভবিষ্যতে আপনার সুখের মূল্য দেখা যাবে ১০০০ টাকা৷ আরো পরে দেখা যাবে আপনার সুখের মূল্য আরো বেড়ে যাবে৷ মানুষের সুখের কোন নির্দিষ্ট মূল্য হয় না৷ কেউ স্বল্পে তুষ্ট তো কেউ বেশি৷ কিন্তু সকলেরই সুখের মূল্য পরিবর্তনশীল৷ এটি কোন বাটখারায় মাপার জিনিস নয়, কোন বাটখারায় এটি পরিমাপ করা যায় না৷

0 Comments