ঐক্য

ঐক্য

ইমরান আহমদ



কি বলি আর কি নাই বা বলি,
কি শুনি আর কি নাই বা শুনি। 
দেখিতে দেখিতে জীবন ফুরাবে,
জীবন কি আর চিরস্থায়ী? 

কি গড়েছি আর কি নাই বা গড়েছি,
কি ভেঙেছি আর কি নাই বা ভেঙেছি।
প্রাচুর্য কখনো যাবে না সাথে এই সংসারের পরে,
প্রাচুর্য ভোগ কি চিরস্থায়ী?  

কি কালো আর কি সাদা,
কে ধনী আর কে গরীব।
বর্ণ বিভেদ আমিত্ব কখনো বড় করে না কাহাকেও
সবাই মিলে একসাথে থাকি মোরা কে আর চোখ তুলে তাকাবে?

Post a Comment

0 Comments