যৌতুক প্রথা
ইমরান আহমদ
যৌতুক এক অভিশাপ, সমাজের কলঙ্ক,
নারীর জীবন করে বিষাদে মলিন।
স্বপ্নভরা চোখে যে কন্যা বেড়ে ওঠে,
পণের দাবিতে তার হাসি যায় ঝরে।
পিতার ঘামে ভেজা টাকায় সুখের আশা,
স্বামীর ঘরে গিয়ে পায় শুধু নিরাশা।
স্বপ্নভাঙা জীবন নিয়ে করে আর্তনাদ,
যৌতুকের আগুনে ঝরে কত জীবনবাদ।
কন্যা কি বোঝা? সে তো সংসারের আলো,
তার দুঃখে ভরে কেন অন্যের ভালো?
ভাঙতে হবে এ কুসংস্কার, এই অভিশাপ,
তবেই সমাজ পাবে নতুন আলোর চাপ।
সচেতন হও, রুখে দাঁড়াও সবাই,
যৌতুকের দাবিকে করো চিরতরে পরাজয়।
নারীর মর্যাদা আর স্বপ্নের মুক্তি,
এ প্রথা ভাঙলেই আসবে নতুন গতি।

0 Comments