অভাবের সংসার: সংগ্রাম ও আশার গল্প

অভাবের সংসার: সংগ্রাম ও আশার গল্প

ইমরান আহমদ



ছোট্ট একটি গ্রামে বাস করত রহিম ও তার পরিবার। পেশায় দিনমজুর রহিমের উপার্জনে সংসার চলত না। স্ত্রী মায়মুনা দিনের পর দিন আধপেটা খেয়ে বাচ্চাদের মুখে খাবার তুলে দিত। ঘরে ছিল একটি মাত্র টিনের বাক্স, তাতে সামান্য চাল আর একজোড়া পুরোনো কাপড়।

একদিন রহিম কাজের সন্ধানে শহরে চলে গেল। দিনগুলো ছিল কঠিন, কিন্তু মায়মুনা কখনও ভেঙে পড়েনি। সে বাচ্চাদের পড়াশোনা চালিয়ে যেতে সব কিছু করেছে। রহিম শহরে কাজ পেয়ে অল্প অল্প করে টাকা পাঠাতে শুরু করল। একদিন তাদের টিনের ঘরটি মেরামত হলো, আর সন্তানেরা স্কুলে যেতে পারল।

অভাবের সংসারে হাসি ফিরিয়ে আনার এই গল্পটি প্রমাণ করে যে ধৈর্য আর পরিশ্রম সবসময় আশার আলো নিয়ে আসে। এভাবেই একটি সাধারণ পরিবারের সংগ্রাম পরিণত হলো একটি নতুন জীবনের সূচনায়।

Post a Comment

0 Comments