বিষণ্ণতা
ইমরান আহমদ
মনের ভেতর এক গভীর অন্ধকার,
কিছু শব্দহীন কান্না, কিছু নিরব পার।
বিষণ্ণতা আসে নিঃশব্দে রাতে,
চুপিচুপি বসে থাকে হৃদয়ের পাতে।
চোখের জল শুকিয়ে যায় অবশেষে,
তবু দুঃখের স্মৃতি রয়ে যায় বেঁচে।
হৃদয় বোঝে না সুখের পথ কোথায়,
বিষাদের সুরে জীবন হারায়।
চাঁদ মেঘে ঢাকে, নক্ষত্রেরা নীরব,
এই পৃথিবী যেন এক শূন্যতা-ভরপুর।
তবু কোথাও একটা আলো খুঁজে ফিরি,
যা বিষণ্ণতাকে দূর করবে ধীরে ধীরে।
বিষণ্ণতা যেন এক অদ্ভুত দান,
মাঝে মাঝে শেখায় নিজেকে চেনার গান।
অন্ধকারেও জ্বলে যে আলোর প্রদীপ,
তাই নিয়ে নতুন করে শুরু হোক জীবনরীত।

0 Comments