সামাজিক কুপ্রথা
ইমরান আহমদ
কুপ্রথার জালে বাঁধা সমাজ,
শিকলগুলো টেনে ধরে প্রতিটি কাজ।
অন্ধ বিশ্বাস, অবহেলার খেলা,
মানুষের মানবতাই যেন হলো সেকেলা।
কন্যাসন্তান বোঝা, বাল্যবিবাহের গান,
এই কি তবে সভ্যতার পরিণাম?
দরিদ্রের কান্না, নিপীড়নের ঘর,
কোথায় যাবে মুক্তির খবর?
ভাঙো এ শিকল, জাগাও আলোর ঢেউ,
তোমার কণ্ঠে উঠুক প্রতিবাদের ঢেউ।
প্রতিটি প্রাণে জ্বলুক ন্যায়ের আলো,
সমাজ হোক মুক্ত, হোক মানবতার ভালো।

0 Comments