নারীর শক্তি ও স্বাধীনতা
ইমরান আহমদ
নারী তুমি কে?
তুমি স্রষ্টার এক অপূর্ব দান,
তুমি আগুন, তুমি আলো,
তুমি পৃথিবীর মিষ্টি গান।
তোমার মধ্যে লুকিয়ে আছে সব শক্তি,
তুমি জাগালে জাগে যুগের অস্থি।
বুকের জ্বালা, চোখের জল—
তুমি বানাও তাকে বিজয়ের ফল।
তোমার হাতে সৃষ্টি হয় প্রাণ,
তবু কেন তোমাকে দেয় অপমান?
জেগে উঠো, ভাঙো শিকল সব,
তুমি তো স্বাধীন, তুমি নবযুগের কবি।
তোমার কণ্ঠ হোক প্রতিবাদের ঢেউ,
তুমি হাল ধরো, তুমি স্বপ্ন বেঁধে নাও।
তুমি ইচ্ছাশক্তি, তুমি সংগ্রামী,
তুমি নারী—তুমি অদম্য বিজয়ীর নাম।

0 Comments