রহস্য
ইমরান আহমদ


জানি না কিছু বলতে গেলে কেন আর কিছু বলতে পারি না৷ হয়ত বলার মত ইচ্ছেটাই এখন মরে গেছে৷ জানি না এখন আর আগের মত কেন হাসতে পারি না৷ হয়ত হাসি এখন আমায় নিয়ে হাসে৷ জানি না কেন এখন খুব একা একা লাগে৷ হয়ত আপন বলে পাশে এখন আর কেউ নেই৷ জানি না কেন খুব কষ্ট হয় কিন্তু তার কোন কারণ খুঁজে পাই না৷ এভাবেই হয়ত কেটে যাবে দিন। কিন্তু রহস্যগুলো হয়ত আর কেউ জানবে না৷ হয়ত রহস্য খুঁজারও আর কেউ নেই৷