তুমি চিল্লাও কেন বিয়ের পরে হৃদয়ে মম

তুমি চিল্লাও কেন বিয়ের পরে হৃদয়ে মম 

আল আমিন আহমদ শাফিন




দিবা রাত্রী পূর্ণিমানিশীথিনী-সম॥


    মম জীবন যৌবন মম অখিল ভুবন


     তুমি  চিল্লায় বানাইছো অতিষ্ঠ  নিশীথিনী-সম॥


জাগিবে একাকী     তব করুণ আঁখি,


     তব অঞ্চলছায়া মোরে রহিবে ঢাকি।


          মম দুঃখবেদন    মম সফল স্বপন


     তুমি চিল্লায় বানাইছো অতিষ্ঠ  নিশীথিনী-সম॥

Post a Comment

0 Comments