স্বপ্ন

 স্বপ্ন

- সায়নী       

সপ্তম শ্রেণি

বয়স- ১২

08/06/2022



আজ আকাশে চাঁদ নেই।

তাই চোখে ঘুমও নেই।

সারা আকাশ জুড়ে আঁধারের ছায়া। বিকেল হতেই নেমে এসেছিল অন্ধকার। হঠাৎ আকাশ কালো মেঘে ছেয়ে গেল।

প্রবল বৃষ্টি নামলো। দুচোখ মেলে

তাকাবার উপায় রইল না।

সহসা বাতাস থেমে গেল।সবকিছু শান্ত হলো।কিন্তু আমার মন অশান্ত রইলো। যতক্ষণ না

ভোরের আলো দেখতে পারছি,ততক্ষণ মন কিছুতেই শান্ত হতে চাইলনা।

ভোর হলো,

এক মুহুর্ত অপেক্ষা করলাম না।

ছুটে গেলাম ঘরের বাইরে।যতদূর

পানে চোখ যায় কোন কিছুই 

চোখে পরছেনা।শুধু স্রোত আর

স্রোত।পেছনে ফিরে দেখি আমার বাড়িটা অদৃশ্য।

চারিদিকে কোথাও কিছুই নেই। 

মাঝে শুধু আমি।

হঠাৎ  কে যেন আমার মাথায়

হাত বুলিয়ে বলল, সোনা স্কুলে যেতে হবে।দেরি হয়ে যাচ্ছে।ওঠো।

Post a Comment

0 Comments