সে ছিলো আমার উত্তাল যৌবনের উন্মত্ত দিন, আর_
- RD Ritu
"আমি তাহার দিনলিপির একখান পাতা মাত্র। সে সখের বশে লিখিলো, রঙিন ফুল-পাতা দিয়া সাজাইলো তারপর খেয়ালের বশে ছিঁড়িয়া ছুঁড়িয়া ফেলিয়া দিলো_ কেহ বা রাস্তা হইতে কুড়াইয়া সযতনে বুকপকেটে রাখিলো বটে, তথাপি সেই দিনলিপি হইতে বিচ্ছিন্ন হইয়া আমার নিজস্বতা যে হারাইয়াছিলো সে সমাচার কেহ রাখিলো না!"

0 Comments