সত্যি বলছি
- তানবীর আহমেদ।
তোমার জন্য সতর্কবার্তা হে প্রেয়সী-
আবেগহীন চিত্তের অধিকারিণী,
মায়াবী চোখ, যেথায় বুক ফাটানো ক্রন্দনে অভিশপ্ত বিলুপ্ত সকল মায়াজালের ভ্রম!
সেই তুমি নামক রাধাচূড়ার প্রতি রইলো আমার আগাম সতর্কবার্তা।
যেই তোমার তিরষ্কারে হাতেখড়ি হয়েছিলো, ভগ্নহৃদয় নিয়ে কেমন করে অট্টহাসি হাসতে হয়!
কেমন করে দুঃখের অট্টালিকায় নিজেকে মানিয়ে নিতে হয়!
তোমার জন্যই লেখা আজকের এই অশনি সংকেত-
আমি সেদিনের অপেক্ষায় আছি,
যেদিন তোমার আঙিনায় ফুটবে আমার রচিত কৃত্রিম প্রেমের টকেটকে লাল রঙা ফুল।
যখন তোমার প্রতিদিনের অভ্যাসে রাজত্য করবে আমার নাম।
ঠিক সেদিন ছিন্ন করবো প্রেমের সকল শিরা-উপশিরা।
ফিরিয়ে দেবো, আমায় দেয়া তোমার সকল বিষ মিশ্রিত বাণ।
শপথ, আঁধারে কাটানো জোনাক জ্বলা রাত-
তোমায় বিন্দুমাত্রও হাসতে দেবোনা,
দেবোনা উচ্ছ্বসিত কোন হেমন্তের বিকেল।
তোমায় ফিরিয়ে দেবো আমার ঘুমহীন সকল বালিশ ভেজা রাত।
ধ্বংস করে দেবো তোমার চাকচিক্যের নগরী,
ধ্বংস করে দেবো তোমার সকল অবকাঠামো।
বার বার মনে হবে,ভুলতে দেবোনো কিছুই,
এমন ভাবেই শেষ করে দেবো সব,যেনো দ্বিতীয় বারের জন্য কাউকে ভরসা করতে না পারো।
এতটাই অশ্রু উপহার দেবো যেনো কাউকে লুকোতে না পারো।
পারবেনা আর অন্য কাউকে নিজের সাথে জড়াতে,
পারবেনা অন্যকারো চোখে আমায় না দেখে থাকতে।
মৃত্যুর সামনে এনে তোমায় জীবন ভিক্ষে দেবো,
দুঃখের রাজ্য সাজিয়ে দেবো তোমার চারিপাশে।
সত্যি বলছি প্রেয়সী-
হৃদয় ভাঙতে কেমন লাগে আমিও একবার উপভোগ করে দেখতে চাই,
দেখতে চাই তোমার ক্রন্দনে,আমার কতখানি অশ্রু বিসর্জিত হয় ।
দেখতে চাই,তোমার জন্য আর কতগুলো শব্দ রচিত হয়!

0 Comments