ভাবনার চিরকুট
- অভি বণিক
এখানে,বৃষ্টির পরে সন্ধ্যা নামে,
ধমনিতে বয়ে যায়,হাজারো জলোচ্ছ্বাসের ঝটিকা মিছিল,
বাহুতে বাহুতে আবদ্ধ হয়,জোড়ায় জোড়ায় প্রার্থনা,
সংখ্যাহীন আশংকার অনাকাংখিত আশংকায়, ধীরেধীরে মিইয়ে যায়,
চর্বিযুক্ত কিছু একাকিত্ব।
সাইরেন বেজে চলে,
হায়েনাদের কুচকাওয়াজ চলে,
দারিদ্রতার হুঙ্কার চলে,
আসন কাঁড়ার পায়তারা চলে,
প্রথম হবার দ্বন্দ্ব চলে,
বাস্তবতা পদতলে,
কল্পনার অট্টহাসি চলে।
তবুও,সবাই নাকি মানুষ!!!
কিভাবে সম্ভব,জানা নেই,
এতো ভেদাভেদের ভীড়,তারকাঁটার চাদরে ঘেরা এক একটা দেশ,তবুও নাকি,সবাই মানুষ!!!
হাহাহা, আসলে ওদের জ্ঞান,ওই হাটু অব্দি।

0 Comments