ব্যাধিমন্দির

 ব্যাধিমন্দির

।।সুমন বিশ্বাস।।



ব্যাধিমন্দির দুই ধরণের; শারীর, মানসিক,

শেষেরটি যার, বেদি ভেঙে— ব্যাধিই গড়ে ঠিক।

এমন বিকারগ্রস্ত যারা, নেই কোথা আজ বলো,

শান্তিনাশা ব্যাধিমন্দির— হিংসাতে কয়, জ্বলো।


উলুবনে খাটাশ যেমন, ফোটায় রাজার চিত্ত,

তেমনি ভেড়ার রাখাল হয়ে— লাফায় বোকা নিত্য।

ধর্মের ধ কর্মতে নাই, উতলে পড়ে বেশে,

পা-চাটা দল সুনাম করে— সুখে ওঠে হেসে।


তাতে নিজের ছয়টি রিপু, হিংস্রতা পায় আরও,

ভাবে, আমি কী হনু রে; ভঙ্গি ধরবো আরও!

গর্বতে কয়, তোরা আমায়, বোকা বলিস ঘরে,

জানিস পাড়ায় হলদি কুটায়— আমায় টেনে ধরে!

Post a Comment

0 Comments