আশার গুড়ে বালি

 আশার গুড়ে বালি

।।সুমন বিশ্বাস।।



ও লো দাদা শুইনসে

এনি পাটা বুইনসে

টিভি দেহে নাচতিছে ক্যান— আমার কালা কুইঞ্চে?


ও ঠামা আর কইসনে

পাটকাঠি আর বইসনে

আমরাও চল ডিস্কো নাচি; দুক্কু এত সইসনে।


ঢ্যামনা পেমের নাগর

কাটিসনে তুই জাগর

নাচার কারণ কইস্সে আগে, পরে বগর বগর।

ডাল্লিং কচ্ছে বুড়ো

খাইনি মাছের মুড়ো

কচ্ছে আমায়, কাজ ফেলাইয়ে— খাইয়ে পরান জুড়ো!

ও পরানের বুড়ি

নড়া নূপুর, চুড়ি

আজকে করবো সিরাম রুমান্স; বাজায় হাতে তুড়ি!

রুমান্স কী তা শুনি

বুইঝে মনে বুনি

ভালো হলি অ্যারবানি ভাই; আমরা টুনাটুনি।


হচ্ছে ক্রিকেট খেলা

জিতার আশা মেলা

ঠাউদ্দা তাই পিরিত গাঙে— ভাসায় দেছে ভেলা।


খেলতিছে বল-বৈটে,

তাইতি গেছে পইটে

জিতে গেলি খাট ভাঙা নাচ— আইজ যাবেনে ঘইটে!

কিন্তু কতা নবি

রুমান্স কী তা কবি

আগাগুড়া শুইনে, বুইঝে— আঁকপানি সেই ছবি।


রুমান্স মানে আদর

ভালোবাসার চাদর

তাই তুমারে ঠোঁটে, মুহি; চাইছে দিতি বাঁদর।


সিদিন কি আর আছে?

আইছি ফেলায় পাছে

তেমু খুশি নাগতিছে ভাই; কচ্ছি তোরই কাছে।


কত আছে বাহি?

আনতিছি খোল, চাহি

হারমনিতি গান ধইরে আইজ— চুলি দিবা ঝাহি!

ক্যান রইলে মুখ বুইজে

মাথা ঠ্যাঙে গুঁইজে

ওরে ঠামা ঠাউদ্দা ফিট; জল-ত্যাল আনো খুঁইজে।

Post a Comment

0 Comments