নারী
- এ.এইচ. রাসেল রাহুল
নারী, তুমি একটা মাল !
খেতাব পাচ্ছো ধরে সে অনেক কাল,
স্বীকৃতি দিয়েছে কিছু ধর্ম,
ভোগে রাখাই উত্তম কর্ম।
সময়ের চাকায় মাল থেকে হলে বাজারের পণ্য,
পুণঃরায় স্বার্থনেষী মহল হলো ধন্য।
নতজানু হয়ে কহে লালু
হে নারী তুমি ধরণী তুমিই অনন্য!!
গুরুজির বাণীতে শুনি
তোমাতে বাস তোমারি দ্বিষৎ
স্নেহ মমতা রক্ষায় দেবী,
তোমারি অবজ্ঞায় সৃষ্ট শত কবি।

0 Comments