উক্তি - ১১৭


আপনাকে কেউ ভরসা করেছে, তবে তার ভরসা টুকু জীবিত রাখুন।কারণ আপনি এতটাই ভাগ্যবান যে, সেই মানুষটি হাজার মানুষের মাঝে আপনাকেই ভরসাযোগ্য ভেবেছে।আসলে কি বলুন তো, পৃথিবীতে ভরসা করার মত মানুষের খুব অভাব।আপনাকে সেই মানুষটি ঘুটঘুটে আঁধারে এক টুকরো আলো ভেবেছে।আপনিই ভাবুন কতটুকু ভাগ্যবান আপনি!


- তানবীর আহমেদ

Post a Comment

0 Comments