নারী তুমি মহামায়া

 নারী তুমি মহামায়া

- কাকলি চক্রবর্তী 



প্রতিবাদ হোক জোরদার,

প্রতিবাদ করো তুমি।

তোমার অন্তর্নিহিত শক্তিটিকে চিনে নাও।

সূচনা হোক,

সূচনা হোক না তোমার হাতেই।

একেএকে জুড়বে সবাই আপন হতেই।

নারী তুমি অপার শক্তির আধার,

তুমি নিজেই জানোনা সেই শক্তির উৎস্য সন্ধান,

তুমি নিজেই জানোনা সেই শক্তির কি ভাবে করবে প্রতিপালন।

জঠরে করো লালন - পালন প্রজন্মকে,

মা তুমি সর্বোচ্চ অপার সম্মানে ভূষিতা।

তুমি মা ধরিত্রী, দেশ মাতৃকা তুমি,

তুমি মা দূর্গা, তুমি নারী,

তুমি জীবনদায়িনী গঙ্গা।

প্রতিহত করো অশুভ যা কিছু,

করো আক্রমণ।

কদর্য যা কিছু নিকেশ করো,

করো বিসর্জন।

শুরুটা তোমাকেই করতে হবে,

হও পথ প্রদর্শক।

পথে থাকবে আগুন,

কাঁটায় দিন গুজরান।

প্রতিরোধ করো তুমি,

গড়ে তোলো নারী মানব প্রাচীর।

কেউ যদি না থাকে সাথে,

একলা চল জ্বালিয়ে মশাল।

অবাধ্য হও,

হও নিয়ম বহির্ভুত।

কিছু ভাঙো, কিছু করো নষ্ট,

করো এলোমেলো সব।

তবেই হবে সৃষ্টি নুতনের।

তুমিই পারো ধ্বংস করতে,

উন্মেষ হোক সভ্যতার তোমার হাতেই।

তুমি ছিলে, তুমি থাকবে।

তোমার গতিপথ সঞ্চিত হবে উর্বর পলি মৃত্তিকায়।

সৃষ্ট জনপদ তোমাকে কেন্দ্র করেই বাঁচবে।

সময় যদি থমকে দাঁড়ায়,

পথ হয়ে যায় রুদ্ধ,

প্রলয় আনো,

আনো ঝড় - ঝঞ্ঝা,

সব প্রতিবন্ধকতাকে ভেঙে গুঁড়িয়ে

নারী তুমি হয়ে ওঠো অলোকানন্দা।

এক মুঠো ধুলো সবাই ঠেলেছে পায়ে,

এক বিন্দু জল কখন যে যায় মুছে,

আগুন পাখি তুমি নাও নবজন্ম,

বিন্দু বিন্দু সঞ্চয়ে গড়ে উঠুক প্রতিবিম্ব।

হাজার - সহস্র প্রাণ তাকিয়ে আছে তোমার দিকেই,

একটিবার বাড়াও পা,

উন্মুক্ত করো দ্বার,

সু স্বাগতম নারী,

এই মহা বিশ্ব তোমারেই চায়,

তোমাতেই হবে পূর্ণ।।

Post a Comment

0 Comments