একাত্বতা

- তরুণ বড়ুয়া (প্রিয়)



দুটি দেহ 

এক মন 

মিলে মিশে 

এক এখন। 

দুটি দেহ 

এক আত্মা 

ভালো লাগা 

এক সত্ত্বা। 

রাত নিঝুম 

ঘুমায় সবাই 

ছেলেটি কেবলই 

অস্থির হয়।

আর প্রভাতী ফোনের  

অপেক্ষায় রয়।