আমাদের আচার

 আমাদের আচার

।।সুমন বিশ্বাস।।



আমরা যারা স্রষ্টা মানি, কর্মে কী তা কই,

পরের মতে হিংসা পুষি; দুঃখে সুখী হই।

যাতে ফোটাই হাহা, হিহি, মানুষ তাতে মুক,

কেমন সেসব বলছি টেনে— বাস্তব, ফেসবুক।


মুসলিমে কই, মণ্ডপে তোর, জ্যন্ত মানুষ মরে,

মূর্তিরা সব আগুনে বল— নিভাতে কী করে?

মহালয়ায় নৌকোডুবি, নামলো না তো দুর্গা,

সুখ দূরে থাক, শোক বাড়াতে— প্রাণে দিলো ক্ষুর ঘা।

কাণ্ড তোদের দেখলে বড়ো, মুখে আসে হাসি,

ভগবান মাটিতে বানাস; ভক্ত রাশি রাশি!

যে পারে না বাঁচতে নিজে, তারই করিস পূজা,

আয় ফিরে আয় দিনের পথে; অন্যদেরও বুঝা!


সনাতনী যখনই পাই, এই হেন সুযোগ,

অমনি বলি, আল্লাহ তোদের— দেয় কেন দুর্ভোগ?

হজে গিয়ে মরে গেলো, মসজিদ শেষ বোমে,

নামাজরত মানুষের লাশ; স্তুপ হয় জমে! 

কোথায় নামে বল না খোদা, বাঁচালো সে কাকে?

মরলো যারা, তারা তো সব— ছিলো তারই বাঁকে।

মূর্তি নকল, তোরটা আসল; তফাৎ কোথায় কাজে?

ফল তো একই; নিত্য প্রমাণ— পাই ধরণীর মাঝে!


আমরা যখন লাশের খুঁজি, হিন্দু, মুসলমান,

অন্য ভিন্ন মরলে যারা, হেসে ভরাই প্রাণ!

যা মানি না নিজে মোটে, তার সাজি পণ্ডিত,

দ্বিচারিতায় বয়ান দিয়ে— জোর-বলে চাই জিত!

মলে ডুবে থেকে পরের, পাদের বিচার করি,

প্রমাণ বিহীন বিষয় টেনে— যারা মারি, মরি!

কেউ ছুটি না সঠিক পথে, মানুষ তো নই বটে, 

হয়েই আছি, উগ্র, জঙ্গি— মানব দৃশ্যপটে।

Post a Comment

0 Comments