ক্ষত ভরে যায়

 ক্ষত ভরে যায়

- কাকলি চক্রবর্তী 



ভিজে যাওয়া আমি মিশে যাই

তোমার সাথে,

রোদ মেনে নেয় আমাদের বন্ধুত্ব।

সময় দেয় কিছুটা সময় 

আমাদের ঝুলিতে।

আহত দূর্বাদল বৃষ্টি মাখে অদৃশ্য হাতে।

ক্ষত ভরে যায়

শিশির মাখা ভোরে।

রামধনু জেগে থাকে

রাত ভোর,

তার রঙের পাত্র নিয়ে।

মেঘের বুকে জলের আল্পনা,

আকাশ ডানা

উদার হলো আজ।

তার যে আর নেই কোনো মানা।

ক্ষত ভরে দেয় 

রোদ মাখা হাত,

বুক ভরা সোহাগে।

নিপাট,

সম্পূর্ণ আমি মিশে যাই,

মিশে যাই তোমার সাথে।।

Post a Comment

0 Comments