সাধারণ জল্পনা

 সাধারণ জল্পনা

- অভি বণিক 



নিশ্বাস হারিয়ে গেলে,ভেবে দেখবো,

কতোটা কাছে এগিয়ে আনা যায়।

বিশ্বাসের টুকরোগুলো,কুড়িয়ে কুড়িয়ে রেখে দিয়েছি,

রাত নামলেই,তারাদের কাছে বিকিয়ে দেবো।

অনাথ ভালোবাসাগুলো,হাহাকার করবে না আর,

দুটি একটি কল্পনা ভাঙলে,ক্ষতি হবেনা তার।

Post a Comment

0 Comments