ভালোবাসি তোমায়

 ভালোবাসি তোমায়

- কাকলি চক্রবর্তী



ভোরের সূর্য যখন

আমায় ছুঁয়ে যায়,

আমি বলি ভালোবাসি তোমায়।

আকাশের নীলে আমি নীলাম্বরী,

বাতাসের ভিড়ে সেই পরশ মণি,

দিয়ে যায় আমার চোখের তারায়

স্বপ্নের সন্ধ্যা।

আমি লজ্জায় মুখ ঢাকি,

বলি,

ভালোবাসি তোমায়।

রাঙা পলাশের লালিমায়,

গোধূলি বেলায়

সিঁদুর ছোঁয়া অস্তাচলের আবিরে,

প্রেমের কৃষ্ণচূড়া

আমায় খুঁজে যায়,

আমি বলি,

ভালোবাসি তোমায়।

আমার হৃদয় তোমার কথা বলে,

হৃদয়ের সবটুকু নির্যাস

তোমাতেই ধরা থাকে,

রাতের তারা আমার চোখে

স্বপ্ন এঁকে দেয়।

আমি বলি,

ভালোবাসি তোমায়।

Post a Comment

0 Comments