বেড়াজাল
- অভি বণিক
কিছু স্মৃতি ভাসতে থাকে অগোচরে,
মিলিয়ে গিয়েও মেলেনা একদম,
কাঁদায় কিংবা ভাসায় অথবা হাসায়,
সিক্ত হয় কলেবর,
বোঝাবুঝির দোটানা,
একঘেয়েমি পদচারণ,
শূন্যে ঝুলতে থাকা পেন্ডুলামের ঠিক অবয়ব।
গিলে খায়,ছিঁড়ে খায়,
মগজে সেঁটে গিয়ে কষাঘাত করে,
বারবার বারংবার।
অন্তস্থলের সর্বস্ব গ্রাস করে নেয়,
নিংড়ে নিংড়ে ধূলিসাৎ করে দেয় ধূলিস্রোত।
অতঃপর নির্মম মায়াজালে আকড়ে থাকে শব,
শেষতক হাড়িয়ে যায় ফের স্মৃতি হয়ে।

0 Comments