গান্ডুর কাণ্ড
(কল্পকাব্য)
।।সুমন বিশ্বাস।।
গান্ডুলালের ভক্ত মোটে
গণ্ডা চারেক পাই,
পুষতে তাদের মণ্ডা-মিঠাই
রোজই দেওয়া চাই।
মলের উপর থাকলে টাকা
তুলতে যারা পারে,
তারাই সদা ওঠে, বসে
ঘোরে চারিধারে।
গান্ডুলালের নাম ফুটানোয়
অবাক করা নেশা,
অর্থে কেনা 'সহমত, ভাই'
তাই হয়েছে পেশা।
আর মিথ্যের ফুলঝুরিতে
নিজের সুনাম বলে,
তাতে কিছু সরল মানুষ
যায় ভিড়ে তার দলে।
তাদের নিয়ে সাধু সাজে
ধর্ম জলাঞ্জলি,
কাণ্ড তাদের সর্বনাশা
বাড়ে দলাদলি।
গান্ডুলালের গুন্ডামিতে
ভণ্ডরা পায় দাম,
ভক্তি পণ্ড করে দেখায়
'যাত্রা হরিনাম।'
.jpg)
0 Comments