চাঁদ চমৎকার

 চাঁদ চমৎকার

।।সুমন বিশ্বাস।।



চাঁদে পড়ে রবির আলো

চাঁদে গর্ত আঁটা,

চাঁদে কৃষ্ণ, শুক্লপক্ষ

চাঁদে জোয়ার, ভাটা।


চাঁদে শব্দ, প্রাণ না তবু

চাঁদে টানে মন,

চাঁদে মানুষ হাঁটলো করে

চাঁদে পদার্পন।


চাঁদে শিশু, মা, প্রেমিকার

চাঁদে বোনের হাসি,

চাঁদে রুপোর ঝলক ফোটায়

চাঁদে প্রেমে ভাসি।


চাঁদে ধরা এই পৃথিবী

চাঁদে উপলক্ষ্য, 

চাঁদে যত ধর্ম বাঁধা

চাঁদে সবার সখ্য।

Post a Comment

0 Comments