জয়ী
।।সুমন বিশ্বাস।।
প্রাণ প্রসবিনী তুমি, শিখিয়েছো চাষ,
ঘুচিয়েছো মানবের— যাযাবর বাস।
পরিবার গড়ে ওঠে, সমাজের শুরু,
এই পৃথিবীর পরে— তুমি সবে গুরু।
বুকের সুধায় দিলে, জীবনের চাবি,
লালন-পালনে ফের— মিটিয়েছো দাবি।
সব ভালো পারে নারী, তবু কালো হাত-
বন্দি করতে বৃথা— খাটে দিনরাত।

0 Comments