অণু কাব্য (১৮)

- সুমন বিশ্বাস



আবাল-বৃদ্ধ-যুবা, তোমারেই চাই,

তোমাতে পরম সুখ, তোমাতেই ঠাঁই। 

যাওয়া ভুলে যাও তুমি, নাও গেছে বুড়ে, 

শোক তুমি যাবে কেন, থাকো দেশ জুড়ে!