একটা নষ্ট মেয়ের গল্প
- কাকলি চক্রবর্তী
ফেলে আসা নদী পথে,
কিছু বালি আর কথাদের ভিড়ে,
আজও আছে রাখা,
একটি নষ্ট মেয়ের গল্প।
নদী গিলে ফেলেছে তট রেখা,
ছুঁয়ে ফেলেছে অভাগিনীর সিঁথি,
ভেঙে করেছে খান খান এওতির
শেষ চিহ্ন টুকুও।
তবুও নষ্ট মেয়ে আজও ভালোবাসে নদীকে।
মুছে যাওয়া পায়ের চিহ্ন,
এখনো বয়ে বেড়ায় বালির ঝড়।
কোনো একটা সময় ছিল কেউ,
নষ্ট মেয়ের বুকে,
আজ শুধুই চিনচিনে একটা ব্যথা।
ভুলে গেছে নদী নষ্ট মেয়ের গল্প,
কি ছিল লেখা ছিন্ন পাতার বুকে,
চায়নি জানতে একটিবারও নদী,
তাকে ভালোবেসেই যে,
রাই কলঙ্কিনী।
ফেলে আসা নদী পথে,
কিছু সবুজের ভিড়ে,
আজও আছে বাঁধা বাঁশির সুর,
কিছু প্রেম কিছু কথাদের নীড়ে,
একটি নষ্ট মেয়ের গল্প।।

0 Comments