বিনিময়ে প্রেম

- Bristy La wayfarer 



- জানো, আজকাল প্রেম, ভালোবাসা এসব বড্ড বিনিময় প্রথায় রূপ নিয়েছে। কেমন যেনো একঘেয়ে, স্বার্থপর ভালোবাসা। প্রেমটাও তেমনই।


- এমন কেনো বলছো? ভালোবাসা তো নিঃস্বার্থ ই হয়।


- তাই বুঝি? তুমি নিঃস্বার্থ ভালোবাসা বলতে কি বোঝো? একটা ডেফিনেশন দেবে?


- মম....... সকল চাওয়া পাওয়ার ঊর্ধ্বে গিয়ে যে ভালোবাসা, তাকেই তো নিঃস্বার্থ ভালোবাসা বলে।


- তাই বুঝি? এই যে চাওয়া পাওয়ার ঊর্ধ্বের কথা বললে, এর সীমানা দেখেছে কখনো? তুমি কতটা না চেয়ে বা না পেয়ে ভালোবাসতে পারবে?

এই ধরো, তুমি যাকে ভালোবাসো, তার মনে তুমি নেই। অন্যকেউ ঘর বেঁধেছে। ভালোবেসে যেতে পারবে নিজের ভালোবাসার ভালোবাসাটাকে? একদম চাইলে না তোমার ভালোবাসার মানুষটাকে।

আচ্ছা কাছে না পেতে চাইলে কি ভালোবাসা হয়? তাহলে এই যে নিঃস্বার্থ ভালোবাসা কিংবা প্রেম ই বলো, তা কেমন ঠিক?

আজকাল দেখি, কেউ ভালোবাসলে তার বিনিময়ে তাকে ভালোবাসা দেওয়া হয়। ঐ একটু মনোমালিন্যতা হলো, অমনি যেনো দুজনের রণক্ষেত্র! যেনো তারা কোনো ভালোবাসার ডিল করে আছে। এক্সপেকটেশনের একটা লম্বা চওড়া লিস্ট হাতে ধরিয়ে দিয়ে ভালোবাসার কবুল পড়ে তারা। 

এসব ভালোবাসা কি করে অসীমকে ছোঁবে বলো? তারা তো শুরুতেই মাত্রা নির্ধারণ করে দিয়েছে, এই বৃত্তের বাইরে পা রাখা চলবে না। তবু এরাই আবার প্রেমিক হবার দাবীদার! 


- আচ্ছা, তুমি ই বলো না, কেমন ভালোবাসা টানে তোমায়?  মম... না ভালোবাসা বলবো না, তার অনেক ধরন আছে কিনা!  তুমি বরং প্রেমের কথাটাই বলো। কিংবা তোমার প্রেমটা কেমন হবে?


-...............  বড্ড ছন্নছাড়া, বেখেয়ালি। 


- মানে?


- আমি শুধু ভালোবাসতে চাই, প্রচন্ডরকম ভালোবাসতে চাই। আমি জানতে চাইনা সে আমায় কতটা ভালোবাসে, আমার মাঝেই তার ডুব এবং আমি ই তার কিনারা কিনা।

যাকে ভালোবাসবো তার প্রতিটি পলকে যেনো তার স্বপ্নের ছবিটা এঁকে দিতে পারি, পরওয়া করবো না সে আমার স্বপ্নের জাল দেখেছে কিনা।

রাস্তার ধারে যখন হাঁটবো তখন তার বাহুডোরের আলিঙ্গনে হাঁটবো, স্পর্শ না থাকলেও চলবে।

এই মনে করো, প্রতিরাতে তার বুকেই ঘুমাবো, সে কাছে না থাকলেও চলবে। চিন্তা নেই, তার কাছে আসলে কে আছে।

হ্যাঁ চাওয়া থাকবে, পাওয়ার আকাঙ্খাও থাকবে, তবে বাঁধন থাকবেনা। সে ছুটতে চাইবে, আমি লাটাই হয়ে তাকে কোনো সুতোয় বাঁধবো না। বরং তার পাখায় হাওয়া দেবো। সে উড়ে যাক, আমি তার পথটাকে নয়ন রেখায় বেঁধে রাখবো। আমার ওতেও চলবে। 

আর........ 

নাহ! আসলে এভাবেও হচ্ছে না। এই যে, মনে হচ্ছে এখনো যেনো সংজ্ঞায়িত করছি। যেনো নিজের চাওয়ায় নিজেই আবদ্ধ হচ্ছি। হয়তো এটাও চাইনা। 

তবে এটুকু বলতে পারি,

অভিমান থাকুক অভিযোগ নয়,

আক্ষেপটা থাকুক তবে রাগ নয়।


(এরপর নিস্তব্ধ পুরো বিকেল অরণ্যে হারিয়ে দুজনে)