একপাতার উপন্যাস
- Bristy La wayfarer
আজ হঠাৎ একটি উপন্যাস লিখতে ইচ্ছে হচ্ছে।
এক পাতার একটি উপন্যাস।
যেখানে সব থাকবে তবু আবছা রয়ে যাবে সবটা।
সব থেমে গিয়ে শান্ত হয়ে যাবে তবে আকাঙ্খা রয়ে যাবে বাকিটার।
আক্ষেপ থেকে যাবে গল্পের থেমে যাওয়ার।
একটি ছোট্ট উপন্যাস।
একপাতার।

0 Comments