সান্ত্বনাহীন শোক

।।সুমন বিশ্বাস।। 



সুখের নায়ে চড়ে শেষে

নামলো এ কী শোক,

আজ মাড়েয়া মহাশ্মশান

তাই ভেজা সব চোখ।


করতোয়ায় ডুবলো তরি

নিভলো তাজা প্রাণ,

পুজোর খুশি হারিয়ে গেছে

ছুটছে লাশের ঘ্রাণ!


সান্ত্বনা নাই মুখের ভাষায়

বেদন ভারে বুক,

কেউ জানি না কবে যাবে

কাঁদনের অসুখ।