চাইলেই পারো

- মিথুন বড়ুয়া 



চাইলে হতে পারো সুবাস ভরা মৃত আর্তচিৎকার; বা শ্রাবণের হা হুতাশে পূর্ণ বিষন্ন তরুচ্ছায়া।


চাইলে দাঁড়াতে পারো সেই কবেকার তমসা নদীর তীরে; বা গায়ে মাখতে পারো কিছু অর্থহীন কমলা রঙের রোদ।


চাইলেই দিতে পারো জোছনায় জাগার মিথ্যে প্রেমের সুর; বা চোখের কোণে দুর্ভেদ্য জল।