উপলব্ধি

- অভি বণিক 



যখন, হঠাৎ করেই,খুব কান্না পাবে,

মনে হবে যেনো পুরো ব্রহ্মাণ্ড 

আপনার উপর ভেঙে কেনো পড়ছে না,

কেনো টর্নেডো বয়ে যাচ্ছে না আপনার উপর থেকে,

মনে হবে,

পুরো ধরিত্রী ঝাপসা হয়ে যাচ্ছে, 

তখন কাউকে আপনার খুব প্রয়োজন,

একান্ত প্রয়োজন,

নিজেকে সামলাতে নয়তো যৎসামান্য বাঁচার চেষ্টা 

অথবা নিতান্তই কাউকে জড়িয়ে একটু মন খুলে কাঁদতে।

দেখবেন,

বুঝবেন,

জানবেন তখন'ই;

হ্যাঁ তখনই, 

কাউকেই পাবেন না।

একেবারেই একা হয়ে যাবেন আপনি।

একপাল হরিণের দল থেকে ছিটকে পরা 

হরিণটির মতো আপনি।

তবে হ্যাঁ,

পাবেন, 

যখন একেবারেই চুপচাপ, 

সবকিছু থেকে নিজেকে একেবারে আলাদা করে ফেলায় পটু হয়ে যাবেন।

তখন, 

একদল ভেঁড়ার পাল পাবেন আপনি।

আপনাকে কাছে টেনে নেবার অভিনয়ে ব্যস্ত থাকবে। কেউবা উঁচুতে ওঠার পরামর্শ দেবে।

কিন্তু, 

কিভাবে, সেটার বিস্তারিত বলবেনা।

পাছে তাদের থেকেও উঁচুতে,

একদম শিখড়ে উঠে যান।

সব এলোমেলো করে দিয়ে 

আবার যেই কে সেই করে দিয়ে 

দিব্যি তারা সমাজ নামক কুপ্রথায় সংসার বাঁধবে।

আপনি পরে রইবেন একা।

নিতান্ত'ই একা।