বলতে চাই
- মিথুন বড়ুয়া
সঞ্চিতা..
তোমায় কিছু একটা বলতে ইচ্ছে করে।
আর এই সেই ইচ্ছে
যা আমায় স্থির থাকতে দেয়'না।
আমার মত তোমাকেও, না বলা অনেক
কাউকে কাউকে হামেশা এমন ইচ্ছে তাড়া করে।
মরিবার তরে যে পতঙ্গ আগুনের দিকে যায়
সেও জানে- জলে যতই আগুন লাগুক, মাছ কখনই ডাঙ্গায় উঠে'না।
আমি সেই মাছ না হয়ে পতঙ্গ হবো।
কিছু একটা ইচ্ছে তোমায় বলে দিবো
তুমি অন্য'কে
সেও অন্য কাউকে না কাউকে; কেউ কারোর ইচ্ছে কথা হয়তো মনে রাখবো, নয়তো রাখবো'না।
আর দেখো- না রাখা ইচ্ছেপতঙ্গ
কি সুন্দর আগুনে পুড়ে ফিনিক্স হয়ে যায়।।।

0 Comments