যার পরে বাঁচি
।।সুমন বিশ্বাস।।
পৃথিবী পুরুষ নয়, প্রাণের জননী,
তাতে ভূমি, জল, বন— বাঁচার তরণী।
সবখানে নারী করে, গর্ভধারণ,
সর্বমহলে এই— জন্মকারণ।
নারী সয়, নারী বয়, নারী ধরে সব,
নারী সুধা, কামনায়— তোলে না কে রব?
যার পরে বাস করি, যাতে জন্মাই,
তারে দাসী করা কাজ; করে বোকারাই।
প্রতিযোগিতায় টেকা, যায় না নারীর,
তার কোলে বাঁচা-মরা— জীবন গাড়ির।

0 Comments