অণু কাব্য (১৭)

- মিথুন বড়ুয়া 



"ইচ্ছে হলো ব্যাকুল, তবু খুললো'না সে ঘর

অন্ধকারে মুখ লুকিয়ে কেঁদে উঠলো স্বর

"এ যে বিষম! এ যে কঠিন!"

কী যে ছোট্ট বাড়ি-

সকালও তাঁর মুখ দেখে না, বিকেল করে আড়ি।"